নিজের ফেসবুক অ্যাকাউন্টে বন্ধু তালিকায় পাকিস্তানের দালালদের নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি তার বন্ধু তালিকা থেকে পাকিস্তানের দালালদের বাদ দিচ্ছেন। তিনি বলেছেন, এটি চলমান প্রক্রিয়া।
ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান। নিচে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
'ভাবতেও পারি নাই যে আমার বন্ধু তালিকায় বাংলাদেশের এতসংখ্যক পাকিস্তানের দালাল আছে। পুরা এক বেলা গেল সেগুলোকে সাফ করতে। তবুও হয়তো কিছু রয়ে গেছে। মনে হচ্ছে, এটি চলমান প্রক্রিয়া। পাকিস্তানকে ভালোবাসলে ওদের পক্ষে একটি শব্দ উচ্চারণ করলে আমাকে ছেড়ে দিতে অনুরোধ করছি। আমি ৫০ বছর আগে পাকিস্তানকে দাফনকারীদের একজন।'