শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ০৬:৫৮:০৬

মেয়র হিসেবে এখন জাহাঙ্গীর থাকতে পারবেন কিনা? যা জানালেন মন্ত্রী

মেয়র হিসেবে এখন জাহাঙ্গীর থাকতে পারবেন কিনা? যা জানালেন মন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন, তাই এখন তার সেই পদ থাকবে কিনা- সে প্রশ্ন উঠেছে।

শনিবার রাজধানীর সোনারগাঁর হোটেলে ড্যাপ নিয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে জাহাঙ্গীরের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন ওই প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘মেয়র পদে থাকবে কিনা, এ বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। আইন দেখে পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। এখন মেয়র আছে। কতদিন থাকবে, সেটা আইন দ্বারা নিষ্পত্তি করা হবে।’ আইন দেখে পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে বলে জানান তাজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে