শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ১০:৪৬:২৩

ষড়যন্ত্রকারীদের ঠেকাতে সজাগ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ষড়যন্ত্রকারীদের ঠেকাতে সজাগ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রকারী, কোনো অনুপ্রবেশকারী যেন আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করতে না পারে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজ্ঞান কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৬নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার চেতনায়ও এক অসাম্প্রদায়িক দেশ এই বাংলাদেশ। শেখ হাসিনা দেশের গ্রামের পর গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করে দেশ বদলে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, তার জীবদ্দশায়ই তিনি নোবেল পুরস্কার পাবেন।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরেই দ্বিধাবিভক্ত আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। দেশের নতুন প্রজন্ম আজ অনেক মেধার স্বাক্ষর রাখছে। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে