গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে অপসারণের উপায় নিয়ে আওয়ামী লীগ এবং সরকারে আলোচনা চলছে। জাতির পিতাকে নিয়ে কটূক্তি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সরকার আইনও। এ জন্য দলের কেন্দ্রীয় নীতনির্ধারণী নেতারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের অন্তত ছয়জন কেন্দ্রীয় নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই নেতারা বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে মেয়র পদে রাখার আর সুযোগ নেই। তবে কোন প্রক্রিয়ায় তাঁকে অপসারণ করা হবে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্ত করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ার। সে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করছে।
আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গাজীপুর বা ঢাকায় মামলা হতে পারে। এরই মধ্যে বেশ কয়েকজন সংক্ষুব্ধ নেতাকর্মী মামলার প্রস্তুতি নিয়েছেন বলে দলীয় নেতাদের জানিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পেলেই মামলা করবেন তাঁরা।
গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় দলের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদকের পদ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়। তাঁর দলীয় সদস্য পদও বাতিল করা হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।-কালের কণ্ঠ