রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১০:৪৫:০৭

পাকিস্তানের পতাকা ওড়ায় স্বাধীনতাবিরোধীদের বংশধররা: হাছান মাহ্‌মুদ

পাকিস্তানের পতাকা ওড়ায় স্বাধীনতাবিরোধীদের বংশধররা: হাছান মাহ্‌মুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, দেশের মাটিতে খেলা সত্ত্বেও যারা মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়াচ্ছে কিংবা পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করছে, তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর। এদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতা চায়নি। এদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার ড. হাছান মাহ্‌মুদ এসব কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে