বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১১:১৫:২৬

বিশ্বের সামনে বাংলাদেশ শান্তির মডেল: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সামনে বাংলাদেশ শান্তির মডেল: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় বিশ্বশান্তি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সামনে বাংলাদেশ নিজেকে শান্তির মডেল হিসেবে তুলে ধরবে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শান্তির সবচেয়ে বড় অগ্রদূত। উপমহাদেশসহ সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন এবং সে জন্যই তিনি বাংলাদেশের বৈদেশিক নীতি করেছেন ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে