মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১০:০৭:০৮

হাফেজ মাসূদুরের বাবা-মার সেই স্বপ্ন পূরণ হলো না

হাফেজ মাসূদুরের বাবা-মার সেই স্বপ্ন পূরণ হলো না

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে আহত মাসুদুর রহমান মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাফেজ মাসুদুর রহমানের (২২ শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার সামন্তঘর গ্রামে। তিনি শহরে থেকেই মাদ্রাসায় পড়াশোনা করতেন। বাবা-মার স্বপ্ন ছিল মাসুদুর বড় আলেম হয়ে দেশসেবায় কাজ করবে। মানুষকে আল্লাহর পথে ডাকবে। কিন্তু তাদের সে আশা পূরণ হল না। তুচ্ছ ঘটনায় প্রাণ গেল সম্ভাবনাময় এই আলেমের।

মঙ্গলবার বিকালে তার জানাজা নামাজে শিক্ষক শিক্ষার্থীরা কান্না ভেঙ্গে পড়েন। পরে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানেও কান্নার রোল পড়ে যায়।  
১২ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে