শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ১২:৫৬:২৫

অবস্থার অবনতি, আইসিইউতে নেওয়া হয়েছে রওশন এরশাদকে

অবস্থার অবনতি, আইসিইউতে নেওয়া হয়েছে রওশন এরশাদকে

অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডে অবস্থানরত তার ছেলে সাদ এরশাদ।

জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়াসহ আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিলে গত ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

এর আগে ৫ নভেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়েছিল। অল্প কয়েকদিনের ব্যবধানে আবারও তাকে আইসিইউতে নিতে হয়েছে। সাদ এরশাদ জানান, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার কারণে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া কফ জমে গিয়েছিল। তার অবস্থা আগের মতোই আছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে