শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ০৯:১১:১০

সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই : হানিফ

সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। তাদের অপরাজনীতি বরদাশত করা হবে না। আদালত আইন অনুযায়ী চলে কারও কথায় চলে না। তার জন্য আলাদা আইন করার সুযোগ নেই। আইন সবার জন্য সমান।

তিনি বলেন, খালেদা জিয়ার ব্যাপারে সরকার মানবিকতা দেখিয়েছে, কারাবিধান অনুযায়ী তাকে চলতে হবে। বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে তাকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন হানিফ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্লো পয়জনিংয়ের কথা কেন আসছে? এটা বিএনপির নতুন ষ'ড়য'ন্ত্র, বিএনপির অপরাজনীতি ক'ঠোরভাবে দ'মন করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে জনগণের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে বিএনপি। তারেক রহমান লন্ডনে বসে সরকার পতনের স্বপ্ন দেখেন। গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি। এজন্য কথায় কথায় আন্দোলনের হুমকি দেয়। আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে