শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। দেশের কোন কোন এলাকায় মোটা মোটি শীত পড়তে শুরু করেছে। বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে সকাল বেলায় ডেকে যাচ্ছে কুয়াশায়।
তবে আগামী কয়েক দিনের মধ্যে সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর চলতি মাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার কোনো সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। তখন শীত জেঁকে বসতে পারে বলে জানা গেছে।
কয়েক দিন পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমবে। এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় রাতে শীত অনুভূত হয়।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির নিচে। তবে দিনের তাপমাত্রা এখনও শীতের অনুভূতি জাগাচ্ছে না। শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে আগামী দুই থেকে দিন পর দেশে তাপমাত্রা বাড়তে পারে। ডিসেম্বরের মাঝামাঝি শীত জেঁকে বসতে পারে।