মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১১:৩৩:৫৬

দাবি মেনে নিল পরিবহন মালিকরা, বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

দাবি মেনে নিল পরিবহন মালিকরা, বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিয়েছেন পরিবহন মালিকরা।   

আজ মঙ্গলবার সকালে এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে এর আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাসের (অর্ধেক ভাড়া) বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন পরিবহন মালিকরা এমনটি জানিয়েছিলেন তারা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার। সকাল ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

তিনি জানান, এই সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে