বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৮:২২:২১

হাফেজ মাসূদুরের জানাজায় শিক্ষক-ছাত্রদের কান্নার রোল

হাফেজ মাসূদুরের জানাজায় শিক্ষক-ছাত্রদের কান্নার রোল

নিউজ ডেস্ক : পুলিশের গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার ছাত্র হাফেজ মাসূদুর রহমানের লাশ দাফন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোররাতে গুলিবিদ্ধ হয়ে হেদায়েতুন্নাহু বিভাগের ছাত্র হাফেজ মাসউদুর মারা যান।

ময়না তদন্ত শেষে বাদ আছর জেলার ঈদগা মাঠে নিহত হাফেজ মাসউদুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।জানাজায় হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসা শিক্ষক-ছাত্রদের হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। এসময় জানাজাস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানাজার নামাজের পর নিহত হাফেজকে ভাদুঘরে দাফন করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে