তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের জায়গা পাবনার পাগলা গারদে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর সাম্প্রতিক আলোচিত বক্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন তিনি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল উপলক্ষে জাতি গঠনে যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। জাফরুল্লাহ বলেন, ‘ডা. মুরাদের মাথায় ক্যানসার ঢুকে পড়েছে। তার জায়গা হওয়া উচিত পাবনার পাগলা গারদে। ’