কেটে গেছে ঘূর্ণিঝড় জাওয়াদের বিপদ, কমতে শুরু করেছে এর প্রভাব। এবার সাগরে ফিরতে শুরু করেছে জেলেরা। প্রায় তিনদিন পর মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে আবারও গভীর সমুদ্রে রওয়ানা হয়েছেন কয়েকশ জেলে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল থেকেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর ঘাট থেকে জেলেরা মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে পাড়ি জমান। আবার উপকূলীয় জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সমুদ্রের গভীরে রেখে আসা মাছ ধরার জালের সন্ধানে।
এদিকে আলীপুর মৎস্য ঘাটের জেলে নুরুজ্জামান বলেন, আবহাওয়া খারাপের সঙ্গে সঙ্গে আমরা ঘাটে চলে আসি। তিনদিন পরে আবার বের হচ্ছি। এ বন্দর থেকে কয়েকশ ট্রলার আজকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যাচ্ছে।