বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ০৪:৩২:৩৩

ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডা: মুরাদ হাসান

ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডা: মুরাদ হাসান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে আজ বুধবার আবারও ক্ষমা চেয়েছেন ডা. মুরাদ হাসান। তার আজকের ফেসবুক স্ট্যাটাসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা। স্ট্যাটাসটি  হুবহু তু'লে ধরা হলো-

মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি কোনো ভুল করে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,জয় শেখ হাসিনা

এর আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চান তিনি। সেখানে তিনি লিখেছিলেন, ‌‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে