বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে ফাঁ'সির রায়ে সন্তোষ প্রকাশ করেছে তার মা রোকেয়া খাতুন। তবে রায় দ্রুত বাস্তবায়ন এবং অমিত সাহাসহ বাকি পাঁচজনের মৃত্যুদ'ণ্ডের দাবি জানিয়েছেন তিনি।
আবরারের মা বলেন, প্রথমে আমি প্রশাসন, মিডিয়া, ছাত্র-অভিবাবকসহ জঘ'ন্য অপরাধের প্রতিবাদকারী সর্বস্তরের জনতাকে কৃতজ্ঞতা জানাই। রায়ে ২০ জনের মৃত্যুদ'ণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে যাবজ্জীন কারাদ'ণ্ড দেওয়া হয়েছে। তবে আদালতের প্রতি সম্মান রেখে বলছি, আমরা আশা করেছিলাম সবার মৃত্যুদ'ণ্ড হবে। বিশেষ করে হত্যায় সক্রি'য়ভাবে জড়িত ছিল অমিত সাহা। তার মৃত্যুদ'ণ্ডাদেশ সবাই আশা করেছিল।
তিনি আরও জানান, অমিত সাহার মৃত্যুদ'ণ্ডও যেন অন্যদের সঙ্গে বাস্তবায়ন করা হয়। আমরা তার মৃত্যুদ'ণ্ডাদেশের আশা করেছিলাম। এর জন্য আবারও আদালতের দ্বার'স্থ হবো। এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। দ্রুততর সময়ে রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করা হোক। রায় পুরোপুরি কার্যকর হলে আমরা পুরিপুরি সন্তুষ্ট হবো।