বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ০৩:২৯:০৪

একলাফে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

একলাফে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে একলাফে কেজি পেঁয়াজের দাম ২০ টাকা করে বেড়েছে। ব্যবসায়ীদের দাবি দেশি পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসায় এই দাম বেড়েছে। তারা জানান, দেশি পেঁয়াজের যে মজুদ ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। এ কারণে এখন পেঁয়াজের দাম বাড়তি। তবে মুড়ি কাটা (পাতাসহ) পেঁয়াজ আসতে শুরু করেছে। তাই এবার পেঁয়াজের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা কম।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, ব্যবসায়ীরা মান অনুযায়ী দেশি পেঁয়াজের কেজি প্রতি বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা। যা দুদিন আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের। দুদিন আগে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে