বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ০৪:৫৭:২৮

শেখ হাসিনার মানবিকতা বিশ্বে নজিরবিহীন : ওবায়দুল কাদের

শেখ হাসিনার মানবিকতা বিশ্বে নজিরবিহীন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। জাতির পিতাকে সপরিবারে হ'ত্যা এবং শেখ হাসিনাকে গ্রে'নে'ড হা'মলা চালিয়ে হ'ত্যা চেষ্টার পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতা এবং সহিষ্ণুতার যে নজির স্থাপন করেছেন, তা সমকালীন বিশ্বে নজিরবিহীন। আমি অশ্লী'ল বক্তব্য প্রদানকারী অভিযুক্ত বিএনপি নেতাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে ধরে নেব, এটা বিএনপির দলীয় বক্তব্য।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলে কিংবা সরকারে কেউ শি'ষ্টাচার বহির্ভূত কাজ করলে তাকে ছা'ড় দেওয়া হয় না। এ কথা দেশরত্ন শেখ হাসিনা বার বার প্রমাণ করেছেন। যত বড় রাজনৈতিক পরিচয় হোক, অন্যায়, অনিয়ম কিংবা রাজনৈতিক শিষ্টাচার অথবা শৃ'ঙ্খলা বহির্ভূ'ত কাজ করলে দল কখনো তার পক্ষে দাঁড়ায় না।

তিনি বলেন, দেশবাসী দেখেছে একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য এবং অসদাচরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা ছাড় দেননি। আর তার বিপরীতে দেশবাসী দেখল বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের একজন নেতার অশা'লীন বক্তব্যকে নির্ল'জ্জভাবে কীভাবে দলীয়ভাবে সমর্থন দিলেন। দেশবাসী বি'স্মিত, ক্ষু'ব্ধ এবং ল'জ্জি'ত। বিএনপি নেতারা রাজনৈতিক শি'ষ্টাচারকে ভূ-লু'ণ্ঠিত করেছে। বিএনপি লালন করে প্রতিহিং'সা, ষ'ড়য'ন্ত্র আর পর'শ্রীকাতরতা। তাদের মাঝে কৃতজ্ঞতাবোধ নেই, তারা কৃত'ঘ্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে