বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১২:০২:২৬

ডা. শামারুখ হত্যার দ্রুত বিচার দাবি

ডা. শামারুখ হত্যার দ্রুত বিচার দাবি

যশোর : ডা. শামারুখ মাহজাবীন শামাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি যশোর-৫ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমনি আরা বেগমকে আটক পুত্র হুমায়ুন সুলতানকে বাঁচাতে বিচার প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

যশোরের চিত্রা মোড়ে সচেতন নাগরিক সমাজের এক মানববন্ধন কর্মসূচি থেকে এ অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “যশোরের কৃতি সন্তান উদীয়মান চিকিৎসক শামারুখ মাহজাবীন শামাকে পরিকল্পিতভাবে হত্যার পর এটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এখন বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করার চেষ্টা চলছে।”

নেতৃবৃন্দ শামা হত্যার দ্রুত সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, আইডিইবি যশোরের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, জেজেআই মিলের ডিজিএম হাবিবুর রহমান, মহিলা পরিষদ যশোরের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, ডা. শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম, সচেতন নাগরিক সমাজ যশোরের আহ্বায়ক শহিদুল হক বাদল প্রমুখ।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ নভেম্বর সাবেক সাংসদ খান টিপু সুলতানের ধানমণ্ডির বাসা থেকে তার পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন সামার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামার বাবা নুরুল ইসলাম মেয়ের শ্বশুর,শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে