বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১২:২৮:০৩

‘একটি মহলের কারণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মিলছে না’

‘একটি মহলের কারণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মিলছে না’

ঢাকা : চেষ্টা করেও একটি মহলের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এই অভিযোগ করেন।

মর্যাদা ও বেতন প্রশ্নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি বুধবার তৃতীয় দিনে গড়িয়েছে।

এদিন সাংবাদিকদের কাছে ফরিদ উদ্দিন বলেন, ‘আন্দোলনের জন্য দায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার কারণেই আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।’

আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেজন্য অর্থমন্ত্রী দায়ী থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিক দাবি মেনে নিলে আজই ক্লাসে ফিরে যাব আমরা, আন্দোলন প্রত্যাহার করব।’

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা।
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে