নিউজ ডেস্ক : তিনদিনের সফরে আজ বুধবার নিজ জন্মভূমি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফারুল্লাহ এ তথ্য জানান।
জিএসএম জাফারুল্লাহ জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক শেষে পুরো উপজেলা শহরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে।
এদিকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পুরো এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। কিশোরগঞ্জের কৃতী সন্তান গণমানুষের এ নেতাকে বরণ করতে এ অঞ্চলের সর্বস্তরের মানুষের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ