প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ হলে মোকাবিলার সক্ষমতা আছে বাংলাদেশের। একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের সেবায় সেনা সদস্যদের সদা জাগ্রত থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
রোববার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং ৮১তম দীর্ঘমেয়াদি কোর্সের ক্যাডেট অফিসারদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
রীতি অনুযায়ী সেনাবাহিনীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ সবচেয়ে অভিজাত আয়োজন। আর তার সঙ্গে যখন ক্যাডেট অফিসারদের কমিশনিংয়ের সমাপনী কুচকাওয়াজ যুক্ত হয় তখন তা পরিণত হয় উৎসবে। এবারের আয়োজনে সশরীরে না হলেও ভিডিও'র মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের সেবায় সদা জাগ্রত থাকার আহ্বান জানান।