আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের শেষ ভরসা শেখ হাসিনা। আমাদের স্বাধীনতা, সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়ের যেটুকু টিকে আছে তা শুধু শেখ হাসিনার জন্য। তিনি সাহস করে হাল ধরে বসে আছেন। তার পিতার মতো তাকে সরিয়ে ফেলার জন্য কাজ করছে এক গোষ্ঠী। আমি যখন এই মুহূর্তে কথা বলছি ঠিক এই সময়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনার বিভিন্ন স্থানে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিস লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উদ্বোধনীর মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠান শুরু হয়।