সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০১:৩২:৩৮

ডা. মুরাদ হাসানের পাশে বন্ধু-স্বজন কেউ নেই!

ডা. মুরাদ হাসানের পাশে বন্ধু-স্বজন কেউ নেই!

বিতর্কের মুখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের পাশে বন্ধু ও স্বজন কেউ নেই। কয়েকদিন আগেও দুর্দান্ত প্রতাপশালী ছিলেন এই প্রতিমন্ত্রী। অথচ এখন জন্মভূমিতেও তিনি যেন পরবাসী! নিজ হাতে সাজানো বাসাতেও ঠাঁই হয়নি। গ্রেফতার এড়াতে অনেকটাই আ'ত্মগো'পনে।

কদিন আগেও তিনি ছিলেন অনেকের প্রিয়ভাজন। আশপাশে বন্ধু ও স্বজনের অভাব ছিল না। তার সঙ্গে একটু দেখা করা, দুই মিনিট কথা বলা ও আড্ডা দিতে পারলেও অনেকে নিজেকে ধন্য মনে করতেন।

মুরাদ হাসানের সঙ্গে আড্ডা শেষে বেরিয়েই তারা হয়তো বলতেন- এই তো প্রভাবশালী প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এলাম! যুক্তি-তর্কে তিনি ভীষণ পটু। নানা বিশেষণে তাকে বিশেষায়িত করে প্রশংসায় ভাসাতেন।

মুরাদ হাসান চিকিৎসক হওয়ায় তাকে নিয়ে চিকিৎসক মহলের অনেকেই বেশ গলা উঁচিয়েই কথা বলতেন। অথচ আজ তার পাশে কেউ নেই। বিপদে নিজের ছায়াও সঙ্গে থাকে না- প্রবাদটি যেন তার ক্ষেত্রে পুরোপুরি বাস্তবে রূপ নিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে