সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০২:২৭:৩৮

এবার দেশে বুস্টার ডোজ দেওয়ার সময় জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

এবার দেশে বুস্টার ডোজ দেওয়ার সময় জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের টিকাকে আরও কার্যকর করতে চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এতে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। সে জন্য সুরক্ষা অ্যাপও আপডেট করা হবে।

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে অনলাইনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১১ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। চলতি মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়া হবে।

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটারের উদাহরণ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভ্যারিয়েন্টে মৃত্যুর হার কম হলেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ এটা ছড়ায় বেশি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে