মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ০৪:৫৩:১৭

বিকট শব্দে বিস্ফোরণ, ধসে পড়লো পুরান ঢাকায় পাঁচতলা ভবন

বিকট শব্দে বিস্ফোরণ, ধসে পড়লো পুরান ঢাকায় পাঁচতলা ভবন

ঢাকা : রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবনের অংশ বিশেষ ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, জমাকৃত গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়। এরপর ভবনটির একটি অংশ ধসে পড়ে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ধারণা করছি জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে