ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুই বছর পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে।
বুধবার বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গত দুই বছরে গণতন্ত্রের মুখোশ পড়ে একদলীয় শাসন কাজ এগিয়ে নিয়ে গেছে। গত দুই বছর ছিল গণতন্ত্র নির্বাসনে পাঠানোর বছর।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ হয়েছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে দিকনির্দেশনামূলক বক্তব্য আশা করেছিল জনগণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রুটিনমাফিক বক্তব্য দিয়েছেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকারের গত দুই বছর ছিল বিরোধী দলকে দমনপীড়নের বছর। গণতন্ত্রকে বিদায় করে দিয়ে তথাকথিত উন্নয়নের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করা এবং তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হয়েছে।
বিএনপি জামায়াত নয়,সরকারি দলের নেতাকর্মী এবং কিছু সংস্থার লোকজন আন্দোলনে সহিংসতা চালিয়েছে দাবি করে তিনি বলেন, ওই সময় ছাত্রলীগ, যুবলীগের অনেক নেতাকর্মী সহিংসতা চালাতে গিয়ে গ্রেপ্তারও হয়েছে। অথচ এসব মিথ্যা অভিযোগে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি দাবি করেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যে আগামী নির্বাচন ও রাষ্ট্রের সব বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করার কোনো নির্দেশনা ছিল না বলেও দাবি করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, সবাই আশা করেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্দেশনা দেবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান,নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ