বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ০৯:২১:১২

আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি, দেওয়া হবে লাল গালিচা অভ্যর্থনা

আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি, দেওয়া হবে লাল গালিচা অভ্যর্থনা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ (বুধবার) ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটি রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম বাংলাদেশ সফর। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশ লাল গালিচা অভ্যর্থনা প্রদান করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানাবেন। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতের ফাস্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে