মেধাবী ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যু নিয়ে চলছে তোলপাড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এই ছাত্রীর অপমৃত্যুর ঘটনায় তার স্বামী ইফতেখার আবেদীনকে আটক করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সুরতহালে মেঘলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মেঘলার সহপাঠী আশিকুর রহমান জানিয়েছেন, কয়েকদিন আগে মেঘলা মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল। সেদিন তার সঙ্গে বাসার কাজের মেয়েকে পাঠানো হয়। তখন আমাদের কিছু বলতে চাইছিল। কিন্তু পুরো সময় তাকে ভিডিও কলে থাকতে হয়েছিল। ইলমা কোথায় যাচ্ছে, কি করছে- তা তার স্বামী পর্যবেক্ষণ করছিলো।
আরেক সহপাঠী নুসরাত তিথি জানান, তার স্বামীর সঙ্গে একটু ঝামেলা চলছিল। করোনার মধ্যে বিয়ে হওয়ার পর মেঘলা ক্যাম্পাসে আসেনি। একদিন ফরম ফিলআপ করতে এসেছিলো। সেদিন ভিডিও কলে থাকতে হয়েছে তাকে। মেঘলাকে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে দিতো না।