বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ০৯:২৩:৫৯

ভারতের রাষ্ট্রপতি ভবনে তৈরি করে যে তিন খাবার প্রধানমন্ত্রীর জন্য এনেছেন রামনাথ কোবিন্দ

ভারতের রাষ্ট্রপতি ভবনে তৈরি করে যে তিন খাবার প্রধানমন্ত্রীর জন্য এনেছেন রামনাথ কোবিন্দ

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের রাষ্ট্রপতি ভবনে তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কুট উপহার এনেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আম উপহার পাঠিয়েছিলেন, সেই আম মিষ্টি ও সুস্বাদু ছিল বলে বৈঠকে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে