ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি বাস্তবায়নে এ সংক্রান্ত কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এবং সুপারিশ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে মন্ত্রিসভায় কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠনের আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিসভা কমিটিকে সব দিক পর্যালোচনা করে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদন বাস্তবায়নে সুপারিশ দিতে বলা হয়েছে। ৯ সদস্যের এ মন্ত্রিসভা কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল