ঢাকা: যাত্রীসেবার তাগিদ দিয়ে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ের উত্থাপন করা প্রস্তাবে সম্মতি দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ি সবোচ্চ ১২৫টাকা পর্যন্ত বাড়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবার কমিটির ওই বৈঠকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে রেল প্রকৌশল বিভাগ চালু ও একটি রেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশে রেল নিয়ে আলাদা ইনস্টিটিউট রয়েছে। রেলে প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। সে জন্য পৃথক রেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রেল প্রকৌশল বিভাগ চালু করার জন্যও বলা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কমিটির সভাপতি বলেন, রেলওয়েতে বর্তমান যে ভাড়া আছে, সেটা খুবই কম। এ জন্য ভাড়া বাড়াতে মত দেওয়া হয়েছে। তবে এখানে অনেক ফ্যাক্টর আছে। বিশেষ করে যাত্রীসেবার মান নিশ্চিত করা প্রয়োজন। সব কিছু বিবেচনা করে ভাড়া বাড়ানোর জন্য বলা হয়েছে।
এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা ও ইয়াসিন আলী। সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব উত্থাপন করা হয় বৈঠকে। ওই সময় জানানো হয়, দীর্ঘ ২০ বছর পর ২০১২ সালে বাংলাদেশে রেলের ভাড়া বাড়ানো হয়েছিল। কিলোমিটারপ্রতি গড় ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩৬ পয়সা, যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক কম। তাই ভাড়া বাড়ানো প্রয়োজন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল