বিবাহিত হওয়া অপরাধ কিনা, এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। কোন নারী শিক্ষার্থী বিবাহিত হলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকতে পারবেন না- এ নিয়মের সমালোচনা করে প্রশাসনের দিকে এমন প্রশ্ন ছুঁ'ড়ে দিয়েছেন তারা। একই সাথে আবাসিক হলে থাকার এ ধরনের নিয়ম বাতিলের দাবিও জানিয়েছেন এসব শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এমন দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পাঁচটি হলের শিক্ষার্থী প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, সুফিয়া কামাল হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরা শারমিন, সুফিয়া কামাল হল সংসদের সাবেক পাঠকক্ষ সম্পাদক অর্পিতা শ্যামা দেব, রোকেয়া হলের রাইয়ান বিনতে ইমতিয়াজ প্রমুখ।
লিখিত বক্তব্যে ইমি বলেন, বিবাহিত হওয়া কি অপরাধ? আর বিবাহিত স্ট্যাটাসের সাথে হলে থাকার সম্পর্ক বা থাকতে না দেয়ার কোন যৌক্তিকতা বা কারণ তাদের কাছে নাই। একজন ছাত্রী বিবাহিত না অবিবাহিত সেটা দেখে হলে সিট কেন বরাদ্দ হবে যেখানে সে মেরিট অনুযায়ী লিগ্যাল সিট পায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন ছাত্র বা ছাত্রীর অধিকার হলে সিট পাওয়া।
তিনি বলেন, এই করোনায় অনেক ছাত্র-ছাত্রীর বিয়ে হয়ে গেছে। তারা কোথায় যাবে এখন? এত খরচ কোথা থেকে বহন করবে ছাত্রীরা? একজন ছাত্রীর যদি বিবাহিত হয়ে হলে থাকা অপরাধ হয়ে থাকে, তাহলে আমাদের মতে হলের হাউজটিউটর এবং প্রভোস্টদের অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে ওনারা হাউজটিউটর কোয়ার্টারে থাকতে পারবেন না। ওনাদের স্বামী ওনাদের কি দায়িত্ব নিতে পারেন না?