ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপির অস্তিত্ব প্রায় বিলীন এবং খালেদা জিয়ার কার্যকলাপে দেখে মনে হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন নেতারা বিএনপি থেকে বেরিয়ে যাবেন। আর এভাবে বেরিয়ে যেতে যেতে মনে হচ্ছে ২০১৬ সালের মধ্যেই বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে।
বুধবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নয়নের ধারায় বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওই আলোচনা সভাটি আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
কামরুল ইসলাম এ সময় আরও বলেন, খালেদা জিয়া নির্বাচন বর্জন করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার পাশাপাশি এখন তার দলকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আজ বিএনপির অস্তিত্ব প্রায় বিলীন। তবে খালেদা জিয়া যদি গণতন্ত্রের পথে হাঁটেন, তাহলে হয়তো বিএনপি রক্ষা পেতে পারে।
তিনি বলেন, ধ্বংসাত্মক কাজ না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকেন, তাহলে দল ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। দেশে মধ্যবর্তী নির্বাচন বা সংলাপের কোনো প্রয়োজন নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী একেবারে ২০১৮ সালের শেষ পর্যায়ে। মাকছুদুর রহমান মাকছুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মনোরঞ্জন ঘোষাল, অরুণ সরকার রানা, ফাতেমা জলিল সাথী প্রমুখ।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল