বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৩:২৮

গ্রামের বাড়িতে গেলেন রাষ্ট্রপতি

গ্রামের বাড়িতে গেলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ গ্রাম কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি বুধবার দুপুর ২টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে অবতরণ করে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে হেলিপ্যাড সংলগ্ন মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি মিঠামইন ডাকবাংলোতে বিশ্রাম নিয়ে মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাতযাপন করবেন। তিনদিনের সফর শেষে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশে মিঠামইন ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে