বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৪:৫০:১০

সাঈদী রিভিউ আবেদন করবেন

সাঈদী রিভিউ আবেদন করবেন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বুধবার সাঈদের সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করতে যান তার আইনজীবীরা। তার আইনজীবীরা হলেন-সাইফুর রহমান, তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ ও ইউসুফ আলী। সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা।

আইনজীবীরা জানান, আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) আবেদন করবে সাঈদী।

মঙ্গলবার সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনে, পাঁচটি আইনগত যুক্তি দেখিয়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার জন্য আরজি জানা যায়।

মানবতারিবোধী অপরাধে ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির সাজা দিয়ে রায় ঘোষণা করে। সে রায়ের বিরুদ্ধে সাঈদী ও রাষ্ট্রপক্ষ উভয়ই পাল্টাপাল্টি আপিল করে। আপিল বিভাগ ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। এরপর  দীর্ঘ ১৫ মাস পর আদালত এ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে। রায় প্রকাশের পর এ মামলার পক্ষসমূহের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।

এ সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্রপক্ষ রায়ের পুর্নবিবেচনা (রিভিউ) করে তাকে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখতে রিভিউ আবেদন করেন। নিয়মানুযায়ী এ মামলার রায় আপিল বিভাগের যে বেঞ্চে ঘোষণা করা হয়েছে তারাই রিভিউ আবেদনের ওপর শুনানি করবেন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে