ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কারাগারে অবৈধ জিনিসের আদান-প্রদান এতো বেড়ে গেছে যে কারাগারে বন্দিদের কাছে শুধু মেয়ে সাপ্লাই দেয়া ছাড়া সবই করা যায়।
বুধবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) কারা কর্মকর্তাদের গণমাধ্যম বিষয়ক কর্মশালা উদ্বোধনত্তর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, কারাগারের অবস্থা এতো খারাপ যে সেখানে আপনি যদি মদ, গাঁজা চান সেগুলোও পাবেন। অথচ কারাগার পৃথিবীর সভ্যতার শুরু থেকেই গণতন্ত্রের সাথে জড়িত। কিন্তু আজ আমাদের দেশের কারাগার সম্পর্কে সাধারণ মানুষদের মনে শুধু খারাপ ধারণা।
জেলসুপারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমি বরিশালে থাকাকালে ডাব সাপ্লাইয়ের নাম করে মদ সাপ্লাই দেয়া দেখেছি। এমনকি এখন কারাগারে মোবাইল দিয়েও চাঁদাবাজি করা হয়। আর এসবের দায় কিন্তু আপনাদের।
তিনি কারা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘মৌখিক নির্দেশে কারাগার চালালে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আপানারা যদি এরকম করে থাকেন তাহলে এটা ঠিক না। পরে গিয়ে স্থানীয় এমপি বা স্থানীয় প্রভাবশালী নেতাকে জনগণ ধরবে না। দিনশেষে তা প্রধানমন্ত্রীর ওপরই পরবে। অথচ প্রধানমন্ত্রীর এ ব্যাপারে কিছুই জানেন না।’
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিজন সেলের আইজিপি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম মাহবুবুল আলম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষণ বিভাগের পরিচালক জাহাঙ্গীর হোসেন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল