বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৫:২২:২৭

৩৫তম বিসিএসের ফল প্রকাশ

৩৫তম বিসিএসের ফল প্রকাশ

ঢাকা: ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৮৮ জন। চাকরী প্রার্থীরা এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হবেন। এবার বিভিন্ন ক্যাডারে মোট এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পিএসসি ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজারের বেশি সরকারি চাকরিপ্রত্যাশী অংশ নেন লিখিত পরীক্ষায়, যা গত বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়।

এসব পদের বাইরে ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদেও ৩৫তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে