বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৫:৪১:০৫

পটকা ফোটানোর অভিযোগে আটক সেই শিশুটি অবশেষে জামিন পেল

পটকা ফোটানোর অভিযোগে আটক সেই শিশুটি অবশেষে জামিন পেল

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে পটকা ফোটানোর অভিযোগে ২০১৩ সালের ২৮ অক্টোবর একটি শিশুকে আটক করা হয়। তবে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক জেসমিন আরা বেগম শিশুটির জামিন মঞ্জুর করেন। এ সময় শিশুর আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, ‘আপনারা মানবাধিকারের পক্ষে যাঁরা কাজ করেন, তাঁরা এত দিন কোথায় ছিলেন? কেন এত দিন শিশুটি আইনগত সহায়তা পেল না? আপনাদের সংগঠনের অনেককেই আমি দেখি না। এই সব শিশুদের অবশ্যই আইনগত সহায়তা অধিকার রয়েছে।’

গ্রেপ্তার হওয়ার পর থেকে শিশুটি টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দী ছিল। এ নিয়ে আজ দেশের একটি শীর্ষ দৈনিকে ‘রাজনৈতিক মামলায় দুই বছর কারাগারে শিশুটি’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মানবাধিকার সংগঠন ব্লাস্ট-এর আইনজীবী ওই শিশুটির পক্ষে আদালতে জামিন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে জামিন দেন আদালত।
এ বিষয়ে ব্লাস্টের আইনজীবী এ এম জামিউল হক বলেন, ‘আজ শিশুটিকে নিয়ে একটি প্রতিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এর আগেও শিশুটির বিষয়ে খোঁজখবর নিচ্ছিলাম। জরুরি ভিত্তিতে তাই আজ আদালতে শিশুটির জামিনের আবেদন করি। আদালত আমার জিম্মায় ওই শিশুটির জামিন মঞ্জুর করেছেন।’
বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটির বিচার শুরু হয় শিশু আদালতে। এ মামলায় গত ১৫ মাসে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে মাত্র একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকে ওই শিশুকে বারবার আদালতে হাজির করা হয়েছে। গত সোমবার আদালতের বারান্দায় দাঁড়িয়ে শিশুটি বলে, আগেই তার মা কাজের জন্য বিদেশ গেছেন। বাবাও খোঁজ রাখেন না। তার কোনো উকিল নেই। এখন সে মুক্তি চায়। লেখাপড়া করতে চায়।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে