চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর পৌরসভার জামায়াত সমর্থিত নব-নির্বাচিত মেয়র ও জেলা জামায়াতের আমির নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ এনামুল বারী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী এ আদেশ দেন।
পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, ছয় মামলার আসামী নজরুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত দুটি মামলায় জামিন দিলেও অপর চারটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, সিটি কলেজের ছাত্র আরিফুল ইসলাম আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মেয়র নজরুলের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি আগামী ২১ জানুয়ারি আদালত ধার্য করেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এদিকে, সকালে সরকার বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোসলেমা বেগম মুসি ও ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সাকেরা খাতুনকে আটক করেছে পুলিশ।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল