বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৮:০৫

হাফেজ মাসুদুর নিহতের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত: আ.লীগ

হাফেজ মাসুদুর নিহতের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত: আ.লীগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার পুলিশ, ছাত্রলীগ ও মাদ্রাসা ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে ও মাদ্রাসাছাত্র হাফেজ মাসুদুর রহমান নিহতের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে দলটি।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার দাবি করেন, সোমবারের সংঘর্ষের পর মঙ্গলবার জেলাজুড়ে তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

তিনি আরও বলেন ‘হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুরের ঘটনায় আমরা সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এ ঘটনায় প্রায় ৭০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা বিএনপি-জামায়াত ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী লোক।’

এ সময় পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্তস্থান পরিদর্শন করেন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে