কিশোরগঞ্জ: একেই বলে মাটির টান। অনেক দিন পর তিন দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ তাঁর নিজ গ্রামে গেছেন। রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পৈত্রিক গ্রাম কামালপুরে গিয়ে তাঁর শৈশবের স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সেখানে পৌঁছার পর মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজে এলাকার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘আমি এখানে নিরব পরিবেশে কয়েকটি দিন কাটাতে চাই।’
তিনি বলেন, এর আগে আমি যখন এখানে এসেছিলাম, আমি পুরো গ্রাম জুড়ে একা ঘুরে বেড়িয়েছি। কিন্তু এখন তা সম্ভব না। আমি যখন বঙ্গভবনে থাকি, তখন আমি নিরাপত্তা সদস্যদের দ্বারা পরিবেষ্টিত থাকা ছাড়া আর কোন বিকল্প খুঁজে পাই না। আমি এখন এখানে (কামালপুর) এসেছি। কিন্তু লোকজনের সঙ্গে প্রাণ খুলে কথাবার্তা বলা সম্ভব না।
রাষ্ট্রপতি আরো বলেন, ‘আমি এখানে আগের মতোই থাকতে ও সময় কাটাতে চাই। আমি যদি এখানে ১০-১৫ দিন থাকতে পারতাম, আমার খুব ভাল লাগতো। কিন্তু তা সম্ভব না। ’
পরে, আবদুল হামিদ এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- ঘুরে দেখেন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল