বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৮:৪৪

পুলিশের আইজিকে গভর্নরের চিঠি

পুলিশের আইজিকে গভর্নরের চিঠি

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ করে পুলিশ প্রধানকে চিঠি দিয়েছেন ব্যাংকের গভর্নর। পুলিশের আইজি একেএম শহীদুল হককে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ব্যাংক কর্মী গোলাম রাব্বানীর কথিত নির্যাতনকারী এএসআই মাসুদ শিকদারের বিচার চেয়েছেন।

গভর্নরের এই চিঠি বুধবারই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানান। গত শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বানীকে তল্লাশির নামে নির্যাতন করা হয় বলে অভিযোগ বলা হয়েছে।

পরে তিনি থানায় অভিযোগ করে জানান, তাজমহল রোডে তার গতিরোধ করার পর পুলিশ তার কাছে মাদকদ্রব্য রয়েছে বলে দাবি করে। এ সময় এএসআই মাসুদ শিকদার গোলাম রাব্বানীর কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো বলেও তিনি অভিযোগ করেন।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে