বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষুদ্রান্ত্রের নিচে রক্তক্ষরণের উৎস বন্ধ করতে ‘ব্যান্ড লাইগেশন’ করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে তাঁর রক্তক্ষরণ বন্ধ আছে বলে জানিয়েছেন দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক। তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যেকোনো সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে অ্যান্ডোস্কপির মাধ্যমে উৎসটি চিহ্নিত করে তাঁর ব্যান্ড লাইগেশন করা হয়। ২৭ ডিসেম্বর ক্যাপসুল অ্যান্ডোস্কপি পরীক্ষায় তাঁর ক্ষুদ্রান্ত্রের নিচে রক্তক্ষরণের এই উৎসটি দেখতে পান চিকিৎসকরা।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জে এম জাহিদ হোসেন বলেছেন, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর যে ধরনের চিকিৎসা দরকার সে রকম প্রযুক্তিগত সমন্বিত সুবিধা ও সরঞ্জামাদি বাংলাদেশের কোনো হাসপাতালে নেই। দ্রুত বিদেশ পাঠালে তাঁর উন্নত চিকিৎসা সম্ভব।