বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৩০:০৩

পুলিশ হত্যার আসামিসহ দুই সন্দেহভাজন জঙ্গি নিহত

পুলিশ হত্যার আসামিসহ দুই সন্দেহভাজন জঙ্গি নিহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পুলিশ হত্যার আসামিসহ দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে শিকদার মেডিকেল কলেজের পেছনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কামাল ওরফে হিরন (২৮) ও আব্দুল্লাহ ওরফে নোমান (৩৫)। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার হিরন গাবতলীতে এএসআই ইব্রাহিম মোল্লা হত্যামামলার আসামি এবং নোমান জঙ্গি সংগঠনটির ‘ন্যাশনাল কমান্ডার’ বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

গোয়েন্দা কর্মকর্তা ছানোয়ার আরও বলেন, সন্দেহভাজন তিন জঙ্গিকে রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে ধরে তাদের নিয়ে অভিযানের সময় ঘণ্টাখানেক পর হাজারীবাগ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

তিনি বলেন, “তিন জঙ্গিকে নিয়ে ডিবির দুটি টিম অভিযান চালাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে একটি কালো মোটর সাইকেলে দুজনকে দেখে সন্দেহ হওয়ায় তারা ধাওয়া করে।

“এসময় তারা শিকদার মেডিকেলের কাছে মেডি ডেন্টাল কেয়ারের ৩ নম্বর রোডে ঢুকে পড়ে। সেখানে মোটর সাইকেল রেখে পাশের মাঠে গিয়ে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।”

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হিরন ও নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে