বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৯:০০:২৬

মুক্তি পেয়েই খালেদার সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করলেন মোশাররফ

মুক্তি পেয়েই খালেদার সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করলেন মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মুদ্রা পাচার মামলায় জামিনে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন।

বুধবার রাত ৯টায় দুই ছেলে ড. খন্দকার মারুফ হোসেন ও খন্দকার মাহবুব হোসেনকে সঙ্গে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গিয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে রাত ১১টার দিকে তারা খালেদার বাসা থেকে বেরিয়ে যান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ খালেদা জিয়ার বাসায় যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসায় গিয়ে দলীয় প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে দুই বছর বন্দি থাকার পর আজ বিকেল ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান খন্দকার মোশাররফ। ড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি জামিন পেয়েছেন।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে