ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে প্রায় ৫ হাজার। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার মহিদুর রহমান বাদী হয়ে বারো শ’ লোককে আসামি করে আখাউড়া রেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ছাড়া মঙ্গলবার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরও ৫টি মামলা হয়েছে। এসব মামলার প্রত্যেকটিতে সর্বনিম্ন ৩শ’ থেকে সর্বোচ্চ ৮শ’ লোককে আসামি করা হয়েছে। জেলা সদর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ডাক্তার রানা নূর শামস বাদী হয়ে একটি মামলা করেন। ইন্ডাস্ট্রিয়াল স্কুল ভাঙচুরের ঘটনায় এর সুপার চমন সিকান্দর জুলকার নাইন বাদী হয়ে আরেকটি মামলা করেন। প্রশিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মো. হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দিয়েছেন। আরও দুটি মামলার বাদী মো. ফেরদৌস ও রুবেল।
মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম মাসুদ। এদিকে মাদরাসা ছাত্র মাসুদুর রহমানের মৃত্যুর ঘটনায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা কর্তৃপক্ষ হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গত রাত ৮টায় মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল হক জানান, তারা মামলা করবেন।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল