এমটি নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রকোপের কারণে বিদেশ থেকে আগত ভারতীয়সহ যেকোনও বিদেশি ব্যক্তিকে ভারতে সাতদিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে। আগামী ১১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
রবিবার (৯ জানুয়ারি) ঢাকায় বুস্টার ডোজ নেওয়ার পরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী এ তথ্য জানান। তিনি বলেন, প্রয়োজন নেই এমন ভ্রমণ এ সময়ে পরিহার করা ভালো। তবে ভিসা সেবা ও সীমান্ত উন্মুক্ত রাখার বিষয়ে আমরা সজাগ আছি।