বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ১১:০৮:৫৯

গুজব নয়, চামেলী এবার সত্যি সত্যিই ছেলে হয়ে গেছেন

গুজব নয়, চামেলী এবার সত্যি সত্যিই ছেলে হয়ে গেছেন

রাজশাহী: গুজব নয়, চামেলী এবার সত্যি সত্যিই ছেলে হয়ে গেছেন। এর ফলে নামও পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। অথচ ক’দিন আগেই কিনা ‘চামেলী খাতুন ছেলে হয়ে গেছে’ বলে সংবাদ ছড়িয়ে পড়েছিল। কিন্তু ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তার মধ্যে হরমনজনিত কোনো পরিবর্তন হয়নি। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিয়ে করবে না বলেই চামেলী খাতুন তার দাদীকে সঙ্গে নিয়ে এমন নাটক সাজিয়েছিল।

তবে চামেলী এখন লম্বা চুল আর ওড়না ফেলে চলাচল করতে শুরু করেছেন। পরছেন জিন্সের প্যান্ট ও শার্ট। তাই মসজিদের ঈমামকে ডেকে চামেলী খাতুনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আব্দুল্লাহ।

চামিলি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোগুনা দিঘী মোলাইন গ্রামের লিটনের মেয়ে।

তবে এবার হরমন পরিবর্তন ঘটায় চামেলী খাতুনের শারীরিক পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসেন আলী।

এ বিষয়ে চামেলীর বাবা লিটন জানান, চামেলীর এই পরিবর্তনের ফলে সে এখন কোরআনের বিভিন্ন তফসির ও ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রণ পাচ্ছেন। বুধবার গোদাগাড়ী দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআনা মাহফিলে চামেলী খাতুন ওরফে আব্দুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিল।

চামেলী খাতুন ওরফে আব্দুল্লাহকে এখন মাদ্রাসায় ভর্তি করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।  জানান তিনি।
১৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে