সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১১:০৭:৩৪

শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত

শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত

এমটিনিউজ ডেস্ক: দেশে করোনা সংক্রমণ বাড়লেও এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান। আরো কিছু দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রবিবার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার করে কভিডসংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বসবে শিক্ষা মন্ত্রণালয়। প্রতি সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি জানাতে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে